• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

লক্ষ্মীপুর জমি দখল ও হামলায় ইউপি সদস্যসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ মে ২০২৩

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর কমলনগরে চরকাদিরায় ইউনিয়নে ইউপি সদস্যের নেতৃত্বে নারী-পুরুষ দল বেঁধে প্রবাসির জমি দখল। বাঁধা দেওয়ায় জমির মালিকসহ ৩জনকে হামলা। এ ঘটনায় ইউপি সদস্যসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী সিরাজ। মামলার খবর জেনে রাতের অন্ধকারে ২য় দফায় একই কায়দা দল বেঁধে জমি দখল। পরে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহযোগীতা নেয় মামলার বাদী। কমলনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে আসামী হোসেনকে আটক করে। পরে মুচালিকা দিয়ে ছাড়া পায়।
শুক্রবার (২৬ মে) মামলা করার খবর পেয়ে ২য় দফায় আসামীরা দলবেঁধে জমি দখল করে রাস্তা নির্মাণের ঘটনা ঘটায়।
সরেজমিন ও মামলা এজাহারের বিবরণ সূত্রে জানাগেছে, কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু মৌজায় ভবানীগঞ্জিয়াদের বাড়ীর সুলতান আহম্মদের ছেলে সিরাজ ক্রয়সূত্রে ৩২ ওয়ারিশসূত্রে ১৫ শতক জমির মালিক দখলকার হয়। এর মধ্যে ১০ শতক জমি বড় ভাই মো: হোসেন দীর্ঘদিন থেকে দখল নিতে পাঁয়তারা করছে। গেল ২৪ মে সকাল ১১টায় স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: জসিম ২৯ জন নারী-পুরুষ নিয়ে সিরাজের ক্রয়কৃত ১০ শতক জমি থেকে প্রায় দেড় লাখ টাকার গাছ কেটে জমি দখল নিয়ে মাটি ভরাট করে হোসেনের চলাচলের রাস্তা তৈরী করে দেয়। অথচ বাড়ীর অপর অংশে তাদের পুরানো যৌথ চলাচলের জন্য নির্ধারিত পথ রয়েছে। জমি দখলে বাধা দিতে গেলে দখলকারীরা পিটিয়ে সিরাজ, তার স্ত্রী বদরের নেছা ও আমির হোসেনের স্ত্রী শিরিন আক্তারকে গুরুত্বর জখম করে। বৃহস্পতিবার (২৫ মে) এ ঘটনায় মো: সিরাজ বাদী হয়ে ইউপি সদস্য জসিম সহ ২৫ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে ২৯জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে মামলা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ দেন। মামলার কথা শুনে পরেরদিন একই কায়দায় রাতের অন্ধকারে ইউপি সদস্যের নেতৃত্বে জমি দখল। বাদী ৯৯৯ ফোন করে কমলনগর থানাপুলিশের সহায়তা নেয়। কমলগর থানার এস আই ইকবাল হোসেন ঘটনাস্থলে এসে আসামী হোসেনকে আটক করে। পরে মুচালিকা দিয়ে ছাড়া পায়। বাদীর দখলকৃত জমিনের তৈরী করা পথে হাওলীবেড়া দিয়ে বন্ধ করার শর্ত থাকলেও সরেজমিনে তার কোন অস্তিস্থ মেলেনি।
সিরাজের দায়েরকৃত মামলার আসামীরা হলেন, ইউপি সদস্য মো: জসিম, মো: মাসুমা, মো: বাবুল, মো: জহির, মো: মোরশেদ, মো: হোসেন, আবুল কালাম, মো: রাজু, মো: মাহফুজ, শাহ আলম, আবদুল কাদের, মো: নোমান, মো: ইউসুফ, শেফালী বেগম, জুলেখা বেগম, আয়েশা বেগম, নুরজাহান বেগম, আকলিমা বেগম, রোকেয়া বেগম, হাসিনা বেগম, নাছিমা বেগম, রিমু আক্তার, ইউসূফ মাঝি, পাখি আক্তার, পপি আক্তার সহ আজ্ঞাতনামা ৪জন। তারা সকলেই চরবসু গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা।
আবদুল জানান, ইউপি সদস্য মো: জসিমের নেতৃত্বে নারী-পুরুষরা দলবেঁধে সিরাজের জমি দখল করে হোসেনগংরা রাস্তা নির্মাণের কাজ করেছে। এ ঘটনায় একাধিকবার মার খেয়েছে সিরাজ ও তার বড় ভাইসহ পরিবারের সদস্যরা।
এ বিষয়ে মো: হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জমি দখল করে রাস্তা নির্মাণের কথা এবং আটকের পর কমলনগর থানায় মুচালিকা দিয়ে ছাড়া পাওয়ার কথা স্বীকার করেন।
ইউপি সদস্য মো: জসিম জানান, সিরাজের কাছে তারা ৩২ শতক জমি বিক্রি করেছে। তবে ৮ শতক জমি নিয়ে তার সাথে বিরোধ থাকা কথা জানান। এছাড়া তিনি জমি দখলের সাথে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads